প্রকৃতির পটপরিবর্তন

হে রুদ্র বৈশাখ

গ্রাস করেছ সুদুর বনানি

সাজানো বাগানে ছিলো ফুলের মেলা

প্রজাপতি ফড়িং এর নৃত্য করার বেলা।

কিন্তু লেলিহান শিখা

শুরু করলে একি সর্বনেশে খেলা

পাহাড় থেকে পাহাড়ে,

ধোঁয়া অiর ছাই, বলে ফুসফুস চাই,

হে বিধাতা কি তোমার অভিপ্রায়

দংশিছে কেন অন্তারাত্মা হায়।

 

জানি পটপরিবর্তনে প্রকৃতি হবে দয়াপরবশ

কঠোরতা জন্ম দেবে করুন রসের

পার্বতীর উদ্দাম জলোচ্ছাস

সুর ধরে নেয় সত্যযুগের

নাগ্গর এর অনন্ত সবুজ

জুড়িয়ে দেয় শহুরে মন।

পুরানের অভিধান খুলে শুনছি

শিব পার্বতীর মনিহারা কথা

অiক্রোশে মাটি ফুঁড়ে উঠে অাসা

ফুটন্ত কুন্ডের ওপর ঝাপসা ভালোবাসা।

ভরোসা থাকুক অনাদি অনন্তে, ওম মন্ত্রে

বদলে যাক জীবনের পরিভাষা।

Leave a comment